সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সওতুল কোরআন হিফজ্ মাদ্রাসার ওয়াজ মাহফিল
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া পূর্ব পাঠান বাড়ির সামনে অবস্থিত সওতুল কোরআন হিফজ্ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেল হতে গভীর রাত পর্যন্ত স্থানীয় সমাজসেবক, সাংবাদিক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপ্রধানে এবং অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইমরান হোসাইন সিদ্দিকীর পরিচালনায় আয়োজিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন চাঁদপুর জাফরাবাদ কাসিমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইলিয়াসুর রহমান ফরিদী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চাঁদপুর বাইতুল আমীন জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন ছিদ্দিকি। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি এইচ.এম. আনোয়ার মোল্লা, ঢাকা উত্তরার মাওলানা মুহাম্মদুল্লাহ আতহার, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মাওলানা আনিসুর রহমান মজুমদার, তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসাইন আমিনী, টিএন্ডটি অফিস সংলগ্ন আল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবাী মানুষজন উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বিশ্বের জীবিত-মৃত মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কমনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়