প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ১০ গোহট উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান হাজারী (৭২) সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান (ইন্নালিল্লাহে...রাজিউন)। গত মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে মরহুমকে তাঁর খিলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। রহমান হাজারীর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগ নেতা এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ১০নং গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।