সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ০০:০০

শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেলেন শেখ মুহাঃ জয়নাল আবদিন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা স্বীকৃতি গ্রহণ করলেন ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত আল-কারিম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাঃ জয়নাল আবদিন।

৫ নভেম্বর শনিবার সকালে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে আয়েজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

জেলার শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা স্বীকৃতি প্রাপ্তিতে অনুভূতি ব্যক্ত করে সমিতির ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাঃ জয়নাল আবদিন বলেন, ৫১তম জাতীয় সমবায় দিবসে চাঁদপুর সমবায় অধিদপ্তর আমাদেরকে যে সম্মাননা স্বীকৃতি দিলো তাতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সমিতির শুরুলগ্ন থেকে যাদের অবদানে একটি স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে চাঁদপুরের বুকে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে, বিশেষ করে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং সকল সদস্যের প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই ছিল ক্ষুদ্র ঋণদান প্রকল্প তথা ক্রেডিট ফাংশনে আমরা জড়াবো না। আমরা সেটাতে সফল হয়েছি। আমরা লাভ-লোকসানের ভিত্তিতে শরিয়াসম্মত ব্যবসায় বিনিয়োগ করবো। এ হিসেবে আমরা ব্যবসায়ের ধরন বেছে নিয়েছিলাম প্লট এবং ফ্ল্যাটের ব্যবসা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই নীতি আদর্শের উপরে অটল থাকার চেষ্টা করছি। আমাদের এখানে বেশিরভাগ সদস্যই সামান্য পুঁজি নিয়ে সদস্য হয়েছেন। যারা মূলত ব্যাংকে টাকা রেখে বিনিময় গ্রহণ করাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কিংবা বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করাও পছন্দ করেন না, বা একক পুঁজি দিয়ে কিছু করবে সেই ব্যবস্থাও নাই- বেশিরভাগ ওই মানসিকতার সদস্যরাই আল-কারীম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতিকে নিজের মনের চাহিদা অনুযায়ী আস্থার জায়গা হিসেবে বেছে নিয়েছেন।

তিনি বলেন, শোকরিয়ার বিষয় হলো, প্রতিষ্ঠানের শুরু থেকে এখানে যারাই বিনিয়োগ করেছেন ব্যবসা-বাণিজ্যের অবস্থার উপর ভিত্তি করে তাদের বিনিয়োগকৃত টাকার ওপর সম্মানজনক এবং সন্তোষজনক লভ্যাংশ দিতে এ প্রতিষ্ঠান সক্ষম হয়েছে। তাই আল্লাহ পাকের কাছে আরজ করছি, এই প্রতিষ্ঠানকে যতদিন পর্যন্ত টিকিয়ে রাখেন ততদিন পর্যন্ত যেন সম্পূর্ণ হালাল তথা বৈধতার ওপর টিকিয়ে রাখেন এবং আরো সতর্কতার সাথে সদস্যদের আমানত সুরক্ষার মহান দায়িত্ব পালনের তৌফিক দান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ মুজিব উর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন ও জেলা সমবায় অফিসের পরিদর্শক অমল চন্দ্র দের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হেদায়েত উল্ল্যাহ।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আল করীম ডেভেলপমেন্ট সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা ইউসিডিএ লিঃ-এর সভাপতি আলী এরশাদ মিয়াজী, যুবধারা কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর সভাপতি জুলহাস মিয়া।

অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে ৩টি সমবায় সমিতি ও ১জন সমবায়ীকে পুরস্কার এবং ১২জন উদ্যমী সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়