প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, কবি সুফিয়া কামালের ওয়ারিস্থ বাসভবনে বিজ্ঞানী ডঃ আল মুতী শরফুদ্দিনের সভাপতিত্বে ১৯৫৬ সালের ৫অক্টোবর প্রতিষ্ঠিত হয়। শিশু-কিশোরদের দেশের খাঁটি নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সারাদেশ ব্যাপী এর শাখা গঠনের উদ্যোগ নেয়া হয়। তারই ধারাবাহিকতায় ১৯৬৮ সালের ৫ নভেম্বর ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’ স্থাপিত হয়। এ সংগঠনের উদ্যোগে শিশু-কিশোরদের কল্যাণমুখী কর্মসূচি ছাড়াও কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে ১৯৯৯ খ্রিস্টাব্দে শিশু-কিশোরদের শিক্ষার মানোন্নয়ন ও মানসিক বিকাশে প্রতিষ্ঠা করা হয় কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল।
কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বৈশিষ্ট্য
* অভিজ্ঞ শিক্ষকম-লী, নিবেদিত পরিচালনা পর্ষদ, ছাত্র-শিক্ষক অনুপাত ২০ঃ০১।
* আধুনিক একাডেমিক ভবন, সুদৃশ্য মিলনায়তন, আলাদা নামাজের স্থান, খেলার মাঠ ও ক্যান্টিন, নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা রয়েছে।
* শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত।
* শিক্ষক শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ফলাফল প্রকাশ।
* সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং-এর ব্যবস্থা।
* প্লে, নার্সারী শ্রেণিতে মাল্টিমিডিয়া ক্লাস রুম।
* কম্পিউটার ও ইংরেজি শিক্ষার প্রতি অগ্রাধিকার, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক।
* প্রাথমিক চিকিৎসা ও নিয়মিত মেডিকেল চেক-আপ ও হোম ভিজিটের ব্যবস্থা।
* বিভিন্ন জাতীয় দিবসসহ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা সফর ও আনন্দ মেলা আয়োজন এবং স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ।
* জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রদত্ত সম্পূর্ণ নতুন সংস্করণ এবং সৃজনশীল পদ্ধতিতে বিনোদন ও খেলাধুলার মাধ্যমে পাঠদান।
* মেধাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, গল্প বলার আসর, বিভিন্ন সেবা ও সচেতনমূলক কর্মসূচি পালন করা।