প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
* স্ব স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলবে।
* প্রতিদিন মা-বাবার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে,
তবেই ওনাদের মনের কথা বুঝবে।
* ছোট ছোট কাজে সহযোগিতা করে,
বাবা-মায়ের কাজের বোঝা হালকা করবে।
* মনে মনে পড়বে না,
শব্দ করে উচ্চস্বরে পড়বে।
* সুযোগ পেলেই পারিবারিক গল্পের আসরে বসে যাবে।
* গল্প করতে করতে মা-বাবার সাথে খাবার খাবে।
* প্রতিদিন কিছু সময় কবিতার বই,
গল্পের বই এবং পত্রিকা পড়বে।
* মোবাইল একেবারেই হাতে নিবে না,
গেমস্ খেলবে না।
প্রচারে : মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা।