প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
১৯৬৮ সালের ৫ নভেম্বর, ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনটিকে ‘কচি-কাঁচা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৪ নভেম্বর-২০২২ খ্রিঃ, শুক্রবার
সকাল ৯-৩০ মিঃ- চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সকাল ১০-৩০ মিঃ- সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।
ক বিভাগ- প্লে/ নার্সারী/শিশু
খ বিভাগ- ১ম/২য় শ্রেণী।
গ বিভাগ- ৩য়/৪র্থ/৫ম শ্রেণী
বিভাজিত বিভাগ অনুযায়ী শিক্ষার্থীগণ প্রয়োজনীয় উপকরণসহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
৫ নভেম্বর-২০২২ খ্রিঃ, শনিবার
সকাল ৯-০০ মিঃ- আনুষ্ঠানিক মেলার পতাকা উত্তোলন।
সকাল ৯-০৫ মিঃ- সদস্যদের শপথ গ্রহণ।
সকাল ৯-১৫ মিঃ- র্যালি।
সকাল ১০-৩০ মিঃ- আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
কচি-কাঁচা দিবসে আয়োজিত এ অনুষ্ঠানে মেলার কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা, নির্বাহী সদস্যবর্গ, প্রবীণ/তরুণ/শিশু সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো যাচ্ছে।
মোঃ মাকসুদুল হক বাবলু, সভাপতি ও অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী সাধারণ সম্পাদক, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা
অনুষ্ঠানে ছোটদেরকে সঙ্গে আনলে খুশি হবো।