সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার বার্ষিক সাধারণ সভা
অনলাইন ডেস্ক

মতলবের ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার বার্ষিক সাধারণ সভা গত ৩০ সেপ্টেম্বর কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাকসুদুল হক বাবলু।

সাধারণ সম্পাদক রোটাঃ মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রুবাইয়াত হাসান ইহাম, তরুণ সদস্য মোহাম্মদ আকতার হোসেন, জাবেদ আহমেদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল আলম রিয়াদ, তরুণ সদস্য গোলাম সারওয়ার সেলিম, অধ্যাপক আইনুন্নাহার কাদরী, ফারুক আহমেদ বাদল, বাদল নন্দী, এসএম সেলিম, যুগ্ম কোষাধ্যক্ষ এমএ আজিজ বাবুল, প্রবীণ সদস্য ফারুক বিন জামান, মোঃ রফিক উদ্দিন, কেএম লোকমান হোসেন, মোঃ আব্দুল কাইউম খান, সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাকসুদুল হক বাবলু।

সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটাঃ মোহাম্মদ মোফাজ্জল হোসেন। সভায় মেলার সাথে সম্পৃক্ত মৃত্যুবরণকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়। সভায় সর্বসম্মতভাবে আগামী ২ বছরের জন্য সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু, সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুন্নাহার কাদরী ও ফাহিম হাসানকে আহ্বায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া কিছু প্রবীণ সদস্যকে আজীবন সদস্য করা হয়।

এ সময় মেলার প্রবীণ পরিষদ, তরুণ পরিষদ ও শিশু পরিষদের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়