প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
সূর্যোদয়ের এই যে দেশে আমরা সূর্যমুখী
সূর্য থেকে আলো এনে অসত্যকে রুখি,
আমরা অসত্যকে রুখি।
আমরা সূর্যমুখী আমরা সূর্যমুখী
আমরা সূর্যমুখী কচি কাঁচার মেলা, (২)
সূর্যোদয়ের.................
সত্য ন্যায়ের পথটি ধরে আমরা সবাই চলি
বিপদ বাধা যতই আসুক সত্য কথা বলি
আমরা সত্য কথা বলি।
আমরা সবাই ভোরের আলো
ঘুচিয়ে দেব আঁধার কালো (২)
বড় হওয়ার স্বপ্ন নিয়ে কাটাই সারাবেলা,
আমরা কাটাই সারা বেলা।
আমরা সূর্যমুখী (২)
আমরা সূর্যমুখী কচি-কাঁচার মেলা।
কচি-কাঁচার আদর্শকে বুকে করি লালন
আলোকিত মানুষ হবো এই করেছি পণ,
আমরা এই করেছি পণ।
‘আজকে যারা কচি কাঁচা
ভাঙ্গবে তারা বদ্ধ খাঁচা’ (২)
দেশের মাটি অঙ্গে মাখি আমরা করি খেলা,
আমরা করি খেলা।।
আমরা সূর্যমুখী (২)
আমরা সূর্যমুখী কচি-কাঁচার মেলা।
সূর্যোদয়ের এই যে দেশে..............