প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
মতলব মেলার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভদিনে ‘কচি-কাঁচা দিবস’ উপলক্ষে ক্রোড়পত্র বের হচ্ছে জেনে উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। ৫৪ বছর পূর্বে (৫ নভেম্বর, ১৯৬৮) যে শিশু প্রতিষ্ঠানের বীজ বপন করা হয়েছিল, আজ তা শাখা প্রশাখায়, ফুলে-ফলে পল্লবিত হয়েছে, শুরু থেকেই এ সংগঠনটি শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি মতলব মেলার ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে তাদের কার্যক্রম দেখে বিস্মিত হয়েছি। আমাদের শিশুদের কোমল কচি মনগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। মা, মাতৃভাষা, মাতৃভূমিকে ভালবেসে নানা প্রতিকূল অবস্থা উপেক্ষা করে সঠিকভাবে এগিয়ে যেতে হবে। মতলব মেলার কর্মপ্রচেষ্টা আরও বিস্তৃত হোক, সফল হোক, এই শুভদিনে আমার প্রত্যাশা।
অধ্যাপক ড. রওশন আরা ফিরোজ
সভাপতি
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, ঢাকা।