প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০
সারাদেশে একযোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে গতকাল শনিবার। এ উপলক্ষ্যে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। ওই সভায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে দেয়া ক্রেস্ট ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সনদ তুলে দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
শেখ মনির হোসেন বাবুল তার এই কৃতিত্ব অর্জনে আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং জেলা পুলিশ ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শেখ মনির হোসেন বাবুল সুনামের সাথে বর্তমানে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৯ সালে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ ছিলেন। পরে ২০০৮ সালে চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এবং ২০১১ সালে ও ২০১৭ সালে (দুই বারে) নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করছেন।