প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ০০:০০
প্রত্যুষে লোহিত বরণ রবির শুভ আবির্ভাবে,
অবণী জেগে উঠে সর্বত্র পূর্ণ উদ্যমে ॥
বিহগ-বিহগীর কিচির-মিচির সুমধুর কলতানে,
প্রকৃতি জেগে উঠে স্নিগ্ধ কিরণ প্রভাবে ॥
কর্মোদ্যমে প্রকৃতি সকলেই শিহরিত একযোগে,
স্বীয় কর্ম পরিধির সমাপ্তি যাচে সবাই পূর্বাহ্নে ॥
নিদাঘের তীব্র তাপে সবাই থাকে ছায়ার সন্ধানে,
অপরাহ্নে বিহগেরা থাকে শুধুই নীড়ের খোঁজে ॥
প্রদোষ তিমিরে দিবা ভাগের ঘটে অবসান,
জীবনসায়াহ্নেও জীবনপ্রদীপ হয়ে যায় ম্লান ॥
মানব শিশু মাতৃক্রোড়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত,
শৈশবের নৈতিক শিক্ষার ভিত্তি সেই শিক্ষায় সুস্মিত ॥
কিশোরে জ্ঞানার্জন আর যৌবনে রোজগারের ধান্ধা,
প্রৌঢ়ত্বে হিসাব করে বার্ধক্যে পড়ে যাবে বান্দা ॥
প্রভাতে উদিত ভানু যতো শান্ত, নিদাঘে হয় অনেক তীক্ষè,
শৈশবে ভালোবাসা পায় নির্বিশেষে, যৌবনে রোজগারে মগ্ন ॥
বার্ধ্যক্যে অবসর আর জীবনসায়াহ্নে উদ্দেশ্য থাকে ভিন্ন,
মানবজীবন চক্র আর দিবসের প্রহরগুলো কিন্তু অনন্য ॥
বিমল কান্তি দাশ : কবি ও প্রবন্ধকার; অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর।