প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের দরি-গোবিন্দপুর গ্রামের কাজী বাড়ির ফরহাদ কাজী গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সরজমিনে গেলে নির্মাণ কাজ চলার সত্যতা পাওয়া যায়।
একই বাড়ির বাদী মোঃ হারুন গং জানান, কচুয়ার বিজ্ঞ সহকারী জজ আদালত, চাঁদপুরে মোকদ্দমা নং ৩৭২/২১ অনুযায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফরহাদ কাজী গং বসতঘরের জন্যে বিল্ডিংয়ের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
আদালতের আদেশে ২১/১১/২১ খ্রিঃ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা অনুযায়ী সম্পত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি জমিতে অনুপ্রবেশ করতে নিষেধ প্রদান করা হয় এবং ২৬/৪/২০২২ খ্রিঃ তারিখে জবাব দাখিলেরও আদেশ দেয়া হয়। হারুন গং বলেন, ফরহাদ গং আদালতের এ নিষেধাজ্ঞার জবাব না দিয়ে চাঁদপুর জজ বাহাদুর আদালতে মিস আপীল মোকদ্দদমা দায়ের করে আমাদেরকে হয়রানি করে আসছে। যার নং-০৩/২০২২ খ্রিঃ। এ মিস আপীল দায়েরের পর আমার নালিশি ৩১০নং দরি গোবিন্দপুর মৌজার সিএস ৬৮ এবং বিএস ৮৭নং খতিয়ানের সিএস ৬৬০ ও ৬৬১ দাগে বিএস ৬৯৭ দাগে ভিটি ৩৬ শতক ভূমির দক্ষিণ অংশে প্রায় ৮/১০ ফুট ভূমি জোরপূর্বক দখলে নিয়ে ফরহাদ গং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। নির্মাণ কাজে বাধা দিতে গেলে ফরহাদ গং বিভিন্ন হুমকি, ভয়-ভীতি প্রদর্শন করে আসছে বলেও হারুন গং জানান।
এদিকে ফরহাদ গং জানান, আমাদের দলিল সূত্রে দখলীয় বিএস ৬৯৮ দাগের সম্পত্তিতে নির্মাণ কাজ করে যাচ্ছি। আদালতের নিষেধাজ্ঞাকৃত সম্পত্তিতে কোনো নির্মাণ কাজ করছি না। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।