প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
আজ ৭ অক্টোবর সকাল ৯টায় মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মতলব দক্ষিণ শাখার উদযাগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মতলব দক্ষিণ থানার সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও মতলব দক্ষিণ থানা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি এসএম মোরশেদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজী, ইউনিক লাইব্রেরির ব্যবস্থাপক কিশোর কুমার সরকার (সংকর দা)। চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি স্বর্ণা লাইব্রেরির ব্যবস্থাপক এমএ আজিজ বাবুল, মতলব পয়েন্টের ব্যবস্থাপক মোঃ মজিবুর রহমান, কাদির লাইব্রেরির ব্যবস্থাপক জিএম আবদুল কাদির, হিরণ লাইব্রেরির ব্যবস্থাপক মোঃ আল মামুন শিপন, রনি লাইব্রেরির ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, তাজ লাইব্রেরির ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া মতলবের সকল লাইব্রেরি ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে মতলব দক্ষিণ থানার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি এসএম মোরশেদ সেলিম। সভার শুরুতে চাঁদপুর থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।