সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
চাঁদপুর কণ্ঠ রিপোট ॥

চাঁদপুর জেলা শহরের আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বদলাও ইয়ূথ ফাউন্ডেশন কর্তৃক ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। গত ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী এই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে কুমিল্লা থেকে আগত ডাক্তার হালিমা কবির তন্নী চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন।

৯ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক নারীর বিবাহকালীন পূর্ববর্তী ও পরবর্তী এবং মাতৃকালীন পূর্ববর্তী ও পরবর্তী সময় করণীয় বিষয়ক পরামর্শ প্রদান করেন এবং ১০ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক ছেলে-মেয়ের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের অ্যাডভাইজার অ্যাডঃ আলেয়া বেগম লাকী, সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী, সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ এবং সংগঠনের সদস্য মোল্লা তাইমুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়