প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা শহরের আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বদলাও ইয়ূথ ফাউন্ডেশন কর্তৃক ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। গত ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী এই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে কুমিল্লা থেকে আগত ডাক্তার হালিমা কবির তন্নী চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন।
৯ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক নারীর বিবাহকালীন পূর্ববর্তী ও পরবর্তী এবং মাতৃকালীন পূর্ববর্তী ও পরবর্তী সময় করণীয় বিষয়ক পরামর্শ প্রদান করেন এবং ১০ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক ছেলে-মেয়ের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের অ্যাডভাইজার অ্যাডঃ আলেয়া বেগম লাকী, সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী, সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ এবং সংগঠনের সদস্য মোল্লা তাইমুল ইসলাম।