প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
ভারতবর্ষ বিভাজনের পূর্বে বৃহত্তর কুমিল্লার তৃতীয় কলেজ ‘চাঁদপুর কলেজ’। কলেজটি ১৯৪৬ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালের ১ মার্চ জাতীয়করণ হয়ে ‘চাঁদপুর সরকারি কলেজ’ নামকরণ হয়। কলেজটি ২০২১ সালের ৩১ মে প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ করে। কোনো কিছুর ৭৫ বছর পূর্তিকে প্লাটিনাম জয়ন্তী উৎসব বলা হয়ে থাকে। সে হিসেবে চাঁদপুর সরকারি কলেজ প্লাটিনাম জয়ন্তী উৎসবের মাইলফলক অর্জন করেছে। এ অর্জনে চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তির উন্নয়ন ও চতুর্দিকে ব্যাচভিত্তিক নানান উৎসবের সুফল ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে চাঁদপুর সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসবের কথা চিন্তা করে। কিন্তু ২০২১ সালে প্রস্তুতি নেয়ার কিংবা আয়োজন করার সুযোগ হয়ে ওঠেনি। কারণ বাংলাদেশসহ বিশ্বব্যাপী তখনও মহামারি করোনার প্রাদুর্ভাব চলমান। করোনার প্রকোপ যতো কমতে থাকে, প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়কে ততো নাড়া দেয় প্লাটিনাম জয়ন্তী উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তঃব্যক্তিক যোগোযোগ, ব্যাচভিত্তিক সভাসহ নানা উপায়ে প্রাক্তন শিক্ষার্থীরা ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করে। ২০২১ সাল পার হয়ে ২০২২-এর মাঝামাঝি এসে প্রাক্তন শিক্ষার্থীদের আগ্রহীরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে।
একটি কলেজের ৭৫ বছর পূর্তি, নিঃসন্দেহে গর্বের বিষয়। এমন চিন্তাধারা থেকে কলেজ কর্তৃপক্ষ প্রাক্তন শিক্ষার্থীদের স্বপ্ন-সারথি হয়ে পাশে থাকার আগ্রহ প্রকাশ করে। সার্বিক দিক বিবেচনায় এনে এতো বড় আয়োজন সম্পাদনে কারা দায়িত্ব নিবেন, এমন চিন্তাধারায় স্থানীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গত ১৮ জুলাই ২০২২ চাঁদপুর সরকারি কলেজে প্রথম প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় দল-মত, সিনিয়র, জুনিয়র নির্বিশেষে কয়েকশ’ প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত হন। শত শত প্রাক্তন শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে উক্ত সভায় প্রথমে অনুষ্ঠানের নামকরণ করা হয় ‘৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী-২০২২’। পরে কলেজের প্রাক্তন ছাত্র ও কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশকে আহ্বায়ক এবং কলেজের প্রাক্তন ছাত্র ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলকে সদস্য সচিব করে অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম এগিয়ে নেয়ার জন্যে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেয়া হয়। দ্বিতীয় সভা ১০ মেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। ইতোমধ্যেই আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ১৩ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি উক্ত আয়োজনের লোগো ও রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
চাঁদপুর সরকারি কলেজের ‘৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী-২০২২’ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২০২৩ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্ধারণের সম্ভাবতা রয়েছে। এ আয়োজনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সকল হবে- এই প্রত্যাশা করি।
এইচএম জাকির : লেখক, সংগঠক ও সমাজকর্মী। প্রাক্তন শিক্ষার্থী, চাঁদপুর সরকারি কলেজ; প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার, বিএনসিসি, চাঁদপুর সরকারি কলেজ প্লাটুন।