সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে রেলওয়ের জায়গা দখল করে স্থায়ী ইমারত নির্মাণ
মোঃ ফারুক চৌধুরী ॥

শাহরাস্তিতে রেলওয়ের জায়গা দাখল করে স্থায়ী ইমারত নির্মাণ করা হয়েছে। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক গ্রামের মামুন হোসেন (৪০) (পিতা মৃত আঃ আউয়াল) এই জায়গা দখল করেন। মামুনের সাথে আলাপ করলে তিনি জানান, আমি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই জায়গাটি লিজ এনেছি। প্রকৃত পক্ষে লিজের কাগজপত্র তিনি দেখাতে পারেননি। যে জায়গাটি দখল করেছেন তাতে রেলওয়ের মাঝখান হতে দক্ষিণে ৬৪ ফুটের ভিতরে গাইডওয়াল, টয়লেটের দুটি বড় ধরনের সেপটিক ট্যাংকসহ ভবনের কিছু অংশও পড়েছে। শুধু তা-ই নয়, গ্রামীণ রাস্তার মাঝখানে পিলার দিয়ে দেওয়াল তৈরি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মজিবর রহমানকে জানালে তিনি বলেন, গ্রামের রাস্তা দখল বিষয়ে আমি কিছুই জানি না।

এলাকার চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভূঁইয়া (মানিক) জানান, এ বিষয়ে আপনার নিকট শুনেছি। যদি দখল করে থাকে তবে কর্তৃপক্ষের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়