প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে রেলওয়ের জায়গা দাখল করে স্থায়ী ইমারত নির্মাণ করা হয়েছে। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক গ্রামের মামুন হোসেন (৪০) (পিতা মৃত আঃ আউয়াল) এই জায়গা দখল করেন। মামুনের সাথে আলাপ করলে তিনি জানান, আমি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই জায়গাটি লিজ এনেছি। প্রকৃত পক্ষে লিজের কাগজপত্র তিনি দেখাতে পারেননি। যে জায়গাটি দখল করেছেন তাতে রেলওয়ের মাঝখান হতে দক্ষিণে ৬৪ ফুটের ভিতরে গাইডওয়াল, টয়লেটের দুটি বড় ধরনের সেপটিক ট্যাংকসহ ভবনের কিছু অংশও পড়েছে। শুধু তা-ই নয়, গ্রামীণ রাস্তার মাঝখানে পিলার দিয়ে দেওয়াল তৈরি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মজিবর রহমানকে জানালে তিনি বলেন, গ্রামের রাস্তা দখল বিষয়ে আমি কিছুই জানি না।
এলাকার চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভূঁইয়া (মানিক) জানান, এ বিষয়ে আপনার নিকট শুনেছি। যদি দখল করে থাকে তবে কর্তৃপক্ষের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি।