বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০

কোটাসহ ৭ দফা দাবিতে ডিসি অফিসে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
স্টাফ রিপোর্টার ॥

চাকরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমান্ড কাউন্সিল।

১০ অক্টোবর সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সেন্টু, ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও ৯নং গবিন্দপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ শাহআলম, কচুয়া উপজেলার সভাপতি মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব নেভী, চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোঃ মহিউদ্দিন রাসেল, মোঃ ফজলু মিজি, ফরিদগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান পাটওয়ারী, কচুয়া উপজেলার সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, হাইমচর উপজেলার যুগ্ম আহ্বায়ক আঃ কাদের গাজী, চাঁদপুর সদর উপজেলার সদস্য একেএম বোরহান সুলতান, জেলা সদস্য মোঃ মামুন তপাদার (মুন্না), মতলব উত্তরের আহ্বায়ক রিয়াদ হোসেন, সদস্য সচিব সুজন সরকার, হাইমচর উপজেলার আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান জুয়েল, কচুয়া উপজেলার সহ-সভাপতি আব্দুল কাইউম, মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, মোঃ ছানাউল্লাহ খান, মফিজুল হক মজুমদার, সরদার আবুল বাসার প্রমুখ।

মুক্তিযোদ্ধা সন্তানদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা, হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দান ইত্যাদি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়