প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার মোহনপুরে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৮ অক্টোবর শনিবার দুপুরে মোহনপুর ইউনিয়নে জেলা পরিষদের প্রার্থী কাজী হাবিবের নিজ বাড়িতে এই মতবিনিময় সভাটি হয়েছে।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য প্রার্থী হাবিবুর রহমান (কাজী হাবিব), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম চান্দু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহাগ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেন প্রমুখ। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভায় ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কাজী হাবিব তার বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ইতোমধ্যে এক প্রার্থী ভোটারদের প্রভাবিত করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এ বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তিনি বলেন, সব সময় আমার পরিবার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। আমি নির্বাচিত হলে মানুষের সেবায় কাজ করবো।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও মোহনপুর পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা আমার প্রিয় মানুষ। সাংবাদিকদের মাধ্যমে সমাজের উন্নয়ন করা ও যে কোনো অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ড দূর করা যায়।
তিনি বলেন, আমার ছোটভাই জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী হাবিবুর রহমান। আপনাদের মাধ্যমে ভোটারদের কাছে ভোট ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করছি। সে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবে। আমরা তাকে সহযোগিতা করে যাবো।