সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০

এখানেই রোটারীর সার্থকতা!
অনলাইন ডেস্ক

৭ অক্টোবর ছিলো চাঁদপুর রোটারী ক্লাবে রোটারী জেলা গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট। এ ভিজিট উপলক্ষে ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন ও রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। গভর্নরের উপস্থিতিতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পগুলো হলো : দুঃস্থ ও অসহায় নারীদের বস্ত্র বিতরণ, বিশুদ্ধ পানির জন্য ওয়াটার ফিল্টার বিতরণ, গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ, চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ এবং দাতব্য চিকিৎসালয়ে সেবা কার্যক্রম। চাঁদপুর রোটারী ভবনে বিকেল ৫টায় প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য উপকারভোগীদের জড়ো করা হয়। রোটারী জেলা গভর্নর রোটাঃ রুহেলা খান চৌধুরী হোটেল গ্র্যান্ড হিলশার লবীতে অনুষ্ঠানটি করার ইচ্ছা প্রকাশ করেন। শুরু হয় এক এক করে বিভিন্ন প্রকল্পের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ কার্যক্রম। যথাক্রমে বস্ত্র বিতরণ কার্যক্রম, বিশুদ্ধ পানির জন্য ওয়াটার ফিল্টার বিতরণ, চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। এরপর গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণের পালা। সে সময় পিতৃতুল্য হাবিব উল্লাহ (৯৫) নামে এক বৃদ্ধ এলেন গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ গ্রহণের জন্যে। যখন রোটারী জেলা গভর্নর রোটাঃ রুহেলা খান চৌধুরী, গভর্নর ইলেক্ট রোটাঃ ইঞ্জিঃ মতিউর রহমানসহ রোটারিয়ানরা তার হাতে অর্থ তুলে দিতে যাবেন, তখনই বৃদ্ধ সেটি গ্রহণ না করেই দুই হাত তোলেন মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, প্রাণভরে দোয়া করেন সকল রোটারিয়ানের জন্য। এতে উপস্থিত সকলেই থমকে যান। কারণ একজন লোক গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ পেয়ে মন থেকে এভাবে দোয়া করবে-সেটা তাদের ধারণায় ছিলো না। তখন অনেকে বলে উঠেন, এখানেই রোটারীর সার্থকতা। এভাবে বেঁচে থাকুক মানবতা, বেঁচে থাকুক রোটারী। সেবা স্বার্থের ঊর্ধ্বে এই স্লোগান জাগ্রত হোক বিশ্ব জুড়ে। ছবি ও প্রতিবেদন : রোটাঃ উজ্জ্বল হোসাইন, আরএফএসএম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়