সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০

সংঙ্ঘবদ্ধ উৎসবের আরেক নাম দুর্গাপূজা
অনলাইন ডেস্ক

কাত্যায়ন আশ্রমে দেবতাগণের মিলিত তেজ থেকে দশভূজা দেবী মূর্তির আবির্ভাব হয়েছিলো। দেবতাদের এই মিলিত তেজকে কাত্যায়ন নিজের দূর্ধর্ষ তেজের দ্বারা উদ্দীপিত ও পূজা করেছিলেন এবং দেবী কাত্যায়নের কন্যাত্ব স্বীকার করেছিলেন। এই কারণে দেবীর এক নাম কাত্যায়নী। বহুকাল আগে উত্তরপ্রদেশের অঞ্চলবিশেষে মহিষমর্দিনীর উগ্রচণ্ডীরূপে পাষাণমূর্তি নির্মাণ ও তার পূজার কথা জানা যায়। দেবীপুরাণে মৃত্তিকা, গাছ, পাষাণ, রত্ম বা যে কোনো বিশুদ্ধ ধাতুর প্রতিমা নির্মাণের নির্দেশ আছে। তবে দেবীর মৃন্ময়ী মূর্তির পূজার বিধান দিয়েছেন। উক্ত পুরাণে দেবী স্বয়ং বলেছেন, আশ্বিন মাসের শুক্লপক্ষে সপ্তমী থেকে তিনদিন প্রতিটি মানুষের উচিত আমার মূর্তির পূজা করা। মাটি দিয়ে আমার প্রতিমা তৈরি করে পূজা করলে পূজকের পুত্র, আয়ু ও ধনবৃদ্ধি হয়। মার্ক-েয়পুুরাণে উল্লেখ আছে, মহারাজ সুরথ ও বৈশ্য সমাধি নদী-তীরে দুর্গা দেবীর মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে ফুল, ধূপ, হোম, তর্পণ প্রভৃতির দ্বারা পূজা করেছিলেন। পণ্ডিতদের মতে, এটিই সর্বপ্রথম দুর্গাপূজা। দেবীপুরাণে সোনা, রূপা, ধাতু, মাটি ও কাঠের তৈরি প্রতিমার প্রশংসা করা হলেও এগুলোর মধ্যে মাটিই সহজলভ্য পবিত্রতম জিনিস, আর মাটির সাথে মানুষের প্রাণের যোগও বর্তমান। তাই দেবীপুরাণে বলা হয়েছে, নিজের বিত্তানুসারে মৃন্ময়ী প্রতিমাতে, অথবা প্রতিমা নির্মাণ সম্ভবপর না হলে বিল্বশাখাতে দেবীর পূজা করলে মৌলিক ফল লাভ হয়। কালিকাপুরাণের মতে, ষষ্ঠীর দিন বিল্বশাখা ও ফলের দ্বারা দেবীর পূজা করে সপ্তমীর দিন সেই বিল্বশাখা আহরণ করে আবার দেবীর মৃন্ময়ী প্রতিমার পূজা করতে হবে। দেবীর নিত্যবাসস্থান কৈলাস পর্বত; তিনি মহিষাসুর বধের জন্য দশভুজারূপে হিমালয়ে এবং দেবীপুরাণের বর্ণানুসারে ঘোরাসুর বধের জন্য ওই দশভুজারূপেই বিন্ধ্যাচলে আবির্ভূত হন। বিন্ধ্যাচলে এবং হিমালয় থেকে দেবীকে আবাহন করা হয়। দেবীর উদ্দেশ্যে বলা হচ্ছে, “যে মূর্তিতে তুমি কৈলাসে অবস্থান কর এবং যে মূর্তিতে তুমি বিন্ধ্যাচলে ও হিমালয়ে আবির্ভূত হয়েছিলে, সেই দশভুজা রূপে এই মৃন্মায়ী মূর্তিতে আবির্ভুত হও।” চিত্রাঙ্কিত প্রতিমায়, খণ্ডে কিম্বা শূলেও দেবীর পূজার বিধান আছে। বাংলায় মৃন্ময়ী দেবীমূর্তির আকর্ষণ আমাদের কাছে অনেক বেশি। বাঙালির কাছে মাটি একটি পবিত্র জিনিস এবং দেবতুল্য। তাই মাটির প্রতিমা চিন্ময়ীরূপে প্রতিভাত হন। মাটি, ধাতু, শিলা, ঘট, জল অস্ত্র প্রভৃতিতে সকল আধারে দুর্গাপূজা করা যেতে পারে। কিন্তু মোটামুটি সকল পুরাণরচয়িতা ও নিবন্ধকার মৃন্ময়ী মূর্তিকেই বিশেষ প্রশস্ত বলেছেন। তিনি মনোরম ত্রিভঙ্গিগতে অবস্থান করে মহিষাসুরকে বধ করছেন; তিনি পদ্মের মতো কোমল অথচ দশবাহুযুক্ত; ওই দশ বাহুর মধ্যে ডান দিকের পাঁচ বাহুতে উপর থেকে নীচে যথাক্রমে যে অস্ত্রগুলি আছে সেগুলি হলো-ত্রিশূল, খড়র্গ, চক্র, তীর্ক্ষবান ও শক্তিনামক অস্ত্র; বাম দিকের পাঁচ বাহুতে নীচ থেকে উপরের দিকে যথাক্রমে আছে খেটক (গোলাকার চামড়া বা ঢাল), তীরযুক্ত ধনু, নাগপাশ, অঙ্কুশ এবং সব থেকে উঁচু হাতটিতে ঘণ্টা বা পরশু। দেবীর পদপ্রান্তে ছিন্নমস্ত মহিষ দেখতে পাওয়া যায়। ঐ মহিষের শিরচ্ছেদ হওয়াতে ছিন্ন স্থানটি থেকে একটি অসুর উৎপন্ন হয়েছে; তার হাতে খড়ুগ: তার বক্ষঃস্থল দেবীর হস্তস্থিত শূলের দ্বারা বিদ্ধ; অসুরের শরীর মহিষের নাড়ি-ভূঁড়ির দ্বারা লিপ্ত এবং মহিষের রক্তে রক্তবর্ণ; তার চোখদুটিও রক্তবর্ণ ও বিস্ফোরিত; দেবীর হাতে ধরা নাগপাশ অসুরের কটিদেশ বেষ্টন করে আছে; অসুরের মুখ ভ্রুকুটির ফলে কুটিল; দেবী পাশযুক্ত বাম হাতের দ্বারা অসুরের চুলের মুঠি ধরে আছেন এবং অসুরের মুখ দিয়ে রক্ত ভ্রমণ হচ্ছে। দেবীর পদতলে অসুরের দিকে ধাবমান সিংহের অবস্থান। সিংহের পিঠের উপর দেবীর ডান পা বিন্যস্ত; সিংহপৃষ্ঠ থেকে কিছুটা উঁচুতে মহিষের উপর দেবীর বাম পায়ের অঙ্গষ্ঠমাত্র অবস্থিত। চারদিকে দেবগণ এবং উগ্রচণ্ডি, প্রচণ্ডা, চণ্ডিকা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চামু-া এবং চা-িকাণ্ডএই আটটি শক্তি দেবীমূর্তিতে পরিবেষ্টন করে আছে। (কারিকাপুরাণে ৫৯.১১-১২)। দেবীর এই ধ্যানমন্ত্র বা অঙ্গমন্ত্র দুর্গাতন্ত্র নামেও প্রসিদ্ধ। এই ধ্যানমন্ত্রটি মৎস্যপুরাণে এবং কালীবিলাস তন্ত্রেও পাওয়া যায়। দেবীর এই রূপবর্ণনা বাংলার মৃৎশিল্পীরা মোটামোটি বিশ্বাসযোগ্যভাবে তাঁর মৃন্ময়ী প্রতিমায় ফুটিয়ে তোলেন। আমরাও প্রধানত এই রূপটির সাথে পরিচিত। এই রূপের সাথে বাঙালী মানস এতই পরিচিত যে, দেবীর এই মূর্তিকল্পনার ব্যতিক্রম হলে আমরা অন্তরে আহত হই। দুর্গাপূজা জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানষের উৎসব। বাংলাদেশের দুর্গাপূজায় যে পুরাণের প্রভাব সব থেকে বেশী সেই কালিকাপুরাণে বলা হয়েছে- দুর্গাপূজার অধিকারী সকল শ্রেনীর মানুষ। এখানে জাতিধর্মবর্ণের কোনও বাছ-বিচার নেই। এই পূজা সকল প্রকার মানুষের একটি সংঙ্ঘবদ্ধ উৎসবরূপে পুরাণে বর্ণিত হয়েছে। মার্ক-েয়পুরাণে (৮৯.১১-১২) দেবী নিজেই বলেছেন- যদি যে কোনও মানুষ আমার মহাত্ম্যকথা শুনে প্রতি বৎসর শরৎকালে আমার উদ্দেশ্য ভক্তিভরে এই মহপূজা করে, তাহলে সে আমার অনুগ্রহ সকল বাধা অতিক্রম করে ধনধান্যে পরিপূর্ণ হবে। ভবিষ্যপুরাণে বলা হয়েছে- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্লেচ্ছ, দস্যু, অঙ্গ-বঙ্গ-কলিঙ্গবাডিসগণ, কিন্নর, বর্বর ও কিন্নরজাতীয়েরা গ্রামে, শহরে, বনে এবং প্রতিটি গৃহে ভক্তিযুক্ত হয়ে দেবীর পূজা করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়