প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ০০:০০
১) ইয়া ইলাহী হারজাগা তেরী আতাকা ছাতহু
জব পড়ে মুশকিল শাহে মুশকিল কুশাকা ছাতহু।
২) ইয়া ইলাহী ভুলজাও নাজাঁকে তাকলিফ কো
শাদিয়ে দীদারে হুস্নে মোস্তফা কা ছাতহু।
৩) ইয়া ইলাহী জব গরমীয়ে মাহ্শার ছে ভড়কে বদন
দামানে মাহবুব খোদা কি ঠান্ডী হাওয়া কা ছাতহু।
৪) ইয়া ইলাহী জব চলো তারিকে রাহে পুলসিরাত
আবতাবে হাসেমী নুরুল হুদা কা ছাতহু।
৫) ইয়া ইলাহী জব ম্যায় গেরাছে খোয়াবে ছের উঠাউ
দওলাতে বিদারে এশ্কে মোস্তফা কা ছাতহু।
৬) ইয়া ইলাহী জব নামায়ে আমল খুলনে লাগে
আয়পুশে খাল্কে ছাত্তারে খাতাকা ছাতহু।
৭) ইয়া ইলাহী জোঁ দোয়ায়ে নেক ম্যায় তুঝছে কারোঁ
কুদসী উঁকে লব্জে আমীন রাব্বানাকা ছাতহু।
৮) ইয়া ইলাহী জবতক মেরী জান রাহে
তুঝকে ছদ্কে তেরে মাহাবুর পর কোরবান রাহে।
৯) কোছরাহে ইয়া না রাহে ফের ইয়েকে দোয়া এহি
নাজাকে ওয়াক্ত সালামত মেরা ঈমান রাহে।
১০) এহি ইলতেজা তুজছে খোদায়ে দো-জাহাঁ মেরী
কেহু কুরবাঁ তেরে মাহাবুব কদমুঁ পে জাঁ মেরী।
* (ক্রোড়পত্রের সম্পূর্ণ লিখা দরবার শরীফ থেকে প্রকাশিত ইছলাহে মাশায়েখ, ছাবিলুন নাজাত, তারিকুস সালিক ও খাজিনাতুল ওযায়িফ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে)।
প্রকাশনায় : এএইচএম আহসান উল্লাহ আবেদী, খাদেম, ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।