শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মতলব উত্তর ব্যুরো ॥

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় ছিল জ্ঞানই শক্তি, আর এখন হচ্ছে তথ্যই শক্তি। যার কাছে যতো বেশি তথ্য থাকবে তিনি ততো বেশি শক্তিশালী। তাই প্রতিটি মানুষ যাতে তথ্য পায় এবং তথ্য অধিকার নিশ্চিত হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল তথ্য সেবার দেশ। বাংলাদেশ আজ ডিজিটাল দেশে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে। তাই তথ্যের যাতে অপব্যবহার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মোঃ মানিক মিয়া প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি সচিব ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়