প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার সামাজিক সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও গোরস্তানের আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে যে সকল প্রতিষ্ঠানে গাছ লাগানো হয় তার মধ্যে রয়েছে : নারায়ণপুর ইউনিয়নের বাগিচাপুর জামে মসজিদ ও তৎসংলগ্ন গোরস্তান, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন বাগিচাপুর জামে মসজিদের ইমাম, এলাকাবাসী, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার এবং সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মোঃ ফরহাদ আহমেদ আলী জানান, পরিবেশ দূষণ রোধে কাজ করা আমাদের সাংগঠনিক কর্মসূচির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে হিউম্যানিটিস অর্গানাইজেশন কাজ করার চেষ্টা করছে। এ কাজ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।