প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্ধেশ’-এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের তদারকিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রতিকেজি ১৫ টাকা দরে জনপ্রতি ৩০ কেজি চাল ডিলারের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার ১নং বালিথুবা, ৩নং সুবিদপুর, ৫নং গুপ্টি, ৮নং পাইকপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারদের মাধ্যমে এ চাল বিতরণের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভোক্তাদের অনলাইন নিবন্ধন তালিকা শেষে সেপ্টেম্বর মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে সুষ্ঠুভাবে এ চাল বিতরণ কার্যক্রম চলছে। তবে ক’জন ভোক্তার অভিযোগ কিছু বস্তায় চাল কম রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্রে মঙ্গলবার সরজমিনে গিয়ে জানা গেছে, সঠিক ওজনের ৩০ কেজির বস্তা চাল অনলাইন নিবন্ধন জরিপ তালিকা মোতাবেক ভোক্তাদের কাছে বিক্রি করছেন। অনলাইন নিবন্ধনে যাদের নাম এখনো আসেনি, তাদের চাল স্টকে রয়েছে। তালিকায় নাম সঠিক হয়ে আসলে পরবর্তীতে বিতরণ করা হবে।
এ সময় ১নং বালিথুবা ইউনিয়নের ডিলার এমরান হোসেন সুমন, ৩নং সুবিদপুর ইউনিয়নের ডিলার মাসুদ খান, ৫নং গুপ্টি ইউনিয়নের ডিলার আনোয়ার হোসেন ও ৮নং পাইকপাড়া ইউনিয়নের ডিলার মোঃ ইয়াসিন পাটোয়ারী বলেন, আমরা সঠিকভাবে এ চাল বন্টন করার চেষ্টা করছি।