সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলবে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলা সদর ও পৌর এলাকার আশেপাশে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস এবং পচা-বাসি খাবার রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সংলগ্ন খাজানা হোটেল ও রেস্টুরেন্টে, কাকলী সিনেমা হল মোড়ে হোটেল প্রিন্সে এবং বরদিয়া আড়ং বাজারে হোটেল আল মদিনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উক্ত তিনটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সামগ্রী তৈরি এবং ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার ও পচা-বাসি খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়