সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহতলী জোবাইদা বালিকা উবিতে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

গতকাল ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উত্তর বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাঃ সাইফুল ইসলামের নেতৃত্বে টিমকে। ৫ সদস্যের টিম আমাদের এ বিদ্যালয়ের ছাত্রীদের চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন। চোখ আমাদের অমূল্য সম্পদ, যাদের চোখ নেই তারা এর মর্ম বুঝে। তাই চোখের চিকিৎসা ও পরিচর্যা নিতে হবে। চক্ষু হাসপাতালের এটা একটা মানবিক কাজ। চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল নিরলস ভাবে কাজ করছে। যে অন্ধ তারা বুঝে, চোখ মানুষের কি মূল্যবান সম্পদ। আমি চাঁদপুর চক্ষু হাসপাতালে ম্যানেজার শামীম ভাইকে ধন্যবাদ জানাই এ আয়োজনের জন্য।

আলোচনা সভা শেষে ছাত্রীদের চক্ষু চিকিৎসার ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ইনচার্জ সঞ্জয় কুমার দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, বিআরডিবির সাবেক উপজেলা কর্মকর্তা মোঃ সোলাইমান মুন্সি, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক আবুল হাশেম রুশদী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ বিল্লাল হোসেন খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মনির চৌধুরী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর খান, সেক্রেটারী মোঃ আব্দুল আজিজ মিজি, অভিভাবক মোঃ আজাদ খান, অভিভাবক মোঃ বদু গাজী প্রমুখ।

এ সময় চক্ষু চিকিৎসা প্রদান করেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ইনচার্জ সঞ্জয় কুমার দাস, সহকারী সাপ্লাই চেইন অফিসার মোঃ আলামিন, সাপোটিং স্টাফ মোঃ ইমরান হোসেন ও মোঃ রিয়াজুল ইসলাম।

উপস্থিত ছিলেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান, মানছুরা আক্তার, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় মানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী।

চক্ষু শিবির ক্যাম্পিংয়ে বিদ্যালয়ের ৭৮ জন ছাত্রীর চোখের পরীক্ষা করা হয়। এছাড়া ৩৫ জন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরও চোখের পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে রোগ অনুযায়ী ছাত্রীদের মাঝে বিনামূল্যে চশমা, ড্রপ ও ঔষধ বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী পরশ মনি। সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়