সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ
প্রবীর চক্রবর্তী ॥

জাতীয় শোক দিবসে ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু একটি বিশাল নাম, একটি ইতিহাস। বঙ্গবন্ধু একটি মানচিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার পরিজনদের নৃশংসভাবে একদল বিপথগামী সেনা সদস্য হত্যা করে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ছোট্ট শিশু শেখ রাসেল কী অন্যায় করেছিল? আল্লাহ কী মেহেরবান! ঐ সময় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে ছিলেন বলে তাঁরা দু’জন প্রাণে বেঁচে যান। তাঁরাই এখন বাংলার হাল ধরেছে। তিনি আরও বলেন, বাঘে ধরলে ছাড়ে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরলে ছাড়ে না। শেখ হাসিনা ক্ষমতায় এসে তাঁর বাবার হত্যাকারীদের বিচার শুরু করেছেন, অনেকের ফাঁসি হয়েছে। অনেকেই যাবজ্জীবন জেল খেটেছে এবং অনেকেই বিদেশে পলাতক রয়েছে, তাদের অচিরেই সরকার দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। পরিশেষে তিনি বঙ্গবন্ধু সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

সভায় প্রভাষক মোঃ মোশারফ করিম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ ও সহকারী অধ্যাপক রাধেশ্যাম কুরী। সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কেএম মেজবাহ উদ্দিন, শরীফ মোঃ আব্দুল কুদ্দুস, নাছির উদ্দিন, সামিয়া আফরোজসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে শোক দিবসের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়