প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০
জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা, দোয়া ও প্রতিবন্ধীদের মাঝে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে আয়োজিত অনুষ্ঠানে সুইড বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ইসমাইল তপাদারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বীণা মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নির্বাহী সচিব, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাঁতারু ছানা উল্ল্যাহ খান, ত্রাণ ও পুনর্বাসন সচিব গোপাল সাহা (চেম্বারের পরিচালক), বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রাণী ভৌমিক, সিনিয়র শিক্ষিকা বিচিত্রা সাহা, আরশেদা আক্তার ও সহকারী শিক্ষক মোরশেদ আলম খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র রুহুল আমিন গাজী ও জসিম মোল্লা। গীতা পাঠ করেন বিদ্যালয়ের ছাত্র সুব্রত সাহা।