প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০
দি মেঘনা সম্পাদকের কথা
সমাজসেবার ব্রত নিয়ে গঠিত চাঁদপুর রোটারী ক্লাব। বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব হিসেবে ৫১তম বছর অতিক্রম করেছে। কলোত্তীর্ণ এই ক্লাবের নেতৃত্ব দিয়েছেন অনেক সমাজ সচেতন ও জনহিতৈষী, জ্ঞানী-গুণী মানুষজন, যাঁদের আলোয় আলোকিত ইলিশের বাড়ি চাঁদপুর।
|আরো খবর
ক্লাবের স্মৃতি ধরে রাখার জন্য প্রতি রোটারী বর্ষের সভাপতির কর্মকা-সহ আরো অনেক কিছুই এখানে লিপিবদ্ধ থাকে। এ রকম একটি প্রকাশনা করতে গিয়ে নিজের কর্মব্যস্ততার মধ্যে সামান্য হলে কষ্টকর বিষয়। তারপরও নিজেকে সান্ত¡না দিতে পারি এজন্যে যে ব্যস্ততার মাঝে প্রকাশনাটি সঠিক সময়ে প্রকাশ করতে পেরে।
সময় স্বল্পতা ও অনিচ্ছাকৃত কারণে যদি প্রকাশনায় ভুল হয়ে থাকে তাহলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে ভুলত্রুটির জন্য সকলের পরামর্শ আগামীদিনের পথচলা আরও মসৃণ হবে।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক। সফল হোক ৫১তম অভিষেক অনুষ্ঠান।
রোটাঃ উজ্জ্বল হোসাইন, আরএফএসএম
জয়েন্ট সেক্রেটারী, চাঁদপুর রোটারী ক্লাব ও সম্পাদক
‘দি মেঘনা’ ৫১তম অভিষেক ও ক্লাব পিকনিক উপলক্ষে প্রকাশিত স্মরণিকা