প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০
বিদায়ী সম্পাদকের বার্ষিক প্রতিবেদন
চাঁদপুর রোটারী ক্লাবের ৫১তম অভিষেক কমিটির চেয়ারম্যান, বিদায়ী সভাপতি, নবাগত সভাপতি ও সম্পাদক, উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় রোটারিয়ানবৃন্দ, রোটারী স্পাউস, রোটারী লেটস, রোটার্যাক্টরস্, উপস্থিত ভদ্র মহিলা, ভদ্র মহোদয় ও সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম।
|আরো খবর
সুধীবৃন্দ,
চাঁদপুর রোটারী ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমুন্নত রাখার, ক্লাবের কর্মকা- আরো প্রসারিত ও গতিশীল করার মানসে যে গুরুদায়িত্ব আমার উপর অর্পিত হয়েছিলো, নানা সীমাবদ্ধতার মধ্যেও আল্লাহতায়ালার অশেষ কৃপায় এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় সে দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করেছি।
প্রিয় রোটারিয়ানবৃন্দ,
দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে আমি কিছু সত্য উচ্চারণ করতে চাই এবং তা হচ্ছে রোটারী আন্দোলনে বর্তমানে অর্থের চেয়ে সময় সঙ্কটই প্রকট হয়ে দেখা দিয়েছে। কোনো প্রকল্প বাস্তবায়নে অর্থের যোগান করা গেলেও যান্ত্রিক জীবনে অভ্যস্ত অংশীজনের কাছ থেকে সময় জোগাড় করা যায় না। এজন্যে ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু প্রকল্প সম্পাদন করা সম্ভব হয় নি। এ থেকে উত্তরণের উপায় নতুন করে খোঁজার জন্যে রোটারী নেতৃত্বকে ভূমিকা পালন করতে হবে।
মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার প্রতিবেদন শ্রবণ করার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।
রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, পিএইচএফ
সম্পাদক (২০২০-২০২১)
চাঁদপুর রোটারী ক্লাব