রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০

বিদায়ী সভাপতি রোটাঃ নাছির উদ্দিন খানের বক্তব্য

বিদায়ী সভাপতি রোটাঃ নাছির উদ্দিন খানের বক্তব্য
অনলাইন ডেস্ক

চাঁদপুর রোটারী ক্লাবের ৫১তম অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রোটারী জেলা গভর্নর রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী, বিশেষ অতিথি, ৫১তম অভিষেক কমিটির চেয়ারম্যান, পিকনিক কমিটির চেয়ারম্যান উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রিয় রোটারিয়ানবৃন্দ, রোটারী স্পাউস, রোটারী লেটস, রোটার‌্যাক্টরস্, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা।

চাঁদপুর রোটারী ক্লাবের ৫১তম অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন।

আমি স্বাগত জানাই ২০২১-২২ রোটারী বর্ষের ক্লাব প্রেসিডেন্ট ও তাঁর পরিচালনা পর্ষদের সদস্যদের, যাঁরা আজকের এ অনুষ্ঠানে অভিষিক্ত হচ্ছেন। তাদের কাছে প্রত্যাশা রইলো একটাই-রোটারীর মূলমন্ত্র ‘সেবা স্বার্থের ঊর্ধ্বে’-আলোকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার সব আয়োজনই তারা করবেন।

প্রিয় রোটারিয়ানবৃন্দ,

চাঁদপুর রোটারী ক্লাবের ২০২০-২১ রোটারী বর্ষে আমার দায়িত্বপালনকালীন এ ঐতিহ্যবাহী ক্লাবের বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি ক্লাবের অনুষ্ঠানগুলোকে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা গ্রহণ করি। ক্লাবের একজন সদস্য হিসেবে ‘ঝবৎারপব অনড়াব ঝবষভ’ এই আদর্শ

সুধিবৃন্দ, বর্তমান রোটারী বর্ষের সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের গতিশীল নেতৃত্বে চাঁদপুর রোটারী ক্লাব এগিয়ে যাবে এ বিশ^াস আমার আছে। পরিশেষে সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকের এ সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা আমাকে দোয়া করবেন এজন্যে যে, সেবার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁদপুর রোটারী ক্লাবের অগ্রযাত্রায় যেন সম্পৃক্ত থাকতে পারি। রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।

রোটাঃ নাছির উদ্দিন খান, পিএইচএফ

সভাপতি (২০২০-২০২১)

চাঁদপুর রোটারী ক্লাব

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়