রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০

পিকনিক কমিটির চেয়ারম্যানের কথা

পিকনিক কমিটির চেয়ারম্যানের কথা
অনলাইন ডেস্ক

মানব কল্যাণে বহু কর্মের স্বাক্ষর রেখেছে চাঁদপুর রোটারী ক্লাব। সারা বাংলাদেশের মধ্যে অনন্য চাঁদপুর রোটারী ক্লাব। দেখতে দেখতে আমার প্রাণপ্রিয় এ ক্লাবটি ইতোমধ্যে ৫১ বছর পূরণ করতে সক্ষম হয়েছে। ক্লাবের চলমান কার্যক্রমের পাশাপাশি প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও সমাজ সেবামূলক কার্যক্রম করে চলছে।

আমার জেনে ভীষণ ভালো লাগছে এজন্যে যে, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ ক্লাবের ৫১ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে অভিষেক ও সাজেক ভ্যালিতে পিকনিক অনুষ্ঠান আয়োজন করেছে। আমাকে ক্লাব পিকনিক কমিটির চেয়ারম্যান মনোনীত করায় ক্লাব সভাপতি ও বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিশ্বাস, এ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে রোটারীর মাহাত্ম্য, গুরুত্ব ও প্রসিদ্ধি সাধারণ মানুষের মাঝে প্রভাব ফেলবে এবং এর ফলে রোটারীর ইমেজ বৃদ্ধি পাবে।

আমি একান্ন বছরের দীর্ঘ পথপরিক্রমায় যাঁদের নেতৃত্ব, মেধা, শ্রম ও ঘামে চাঁদপুর রোটারী ক্লাব একটা দৃঢ় অবস্থানে এসে পৌঁছেছে, তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং অনুষ্ঠানের আয়োজকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।

এছাড়াও কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান সভাপতি ও বোর্ড সদস্যদের নিকট। কারণ আমাকে ক্লাব পিকনিকে চেয়ারম্যান মনোনীত করায়। খোদা হাফেজ।

রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।

আল্লাহ সকলের মঙ্গল করুন।

রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, পিএইচএফ

অ্যাসিস্ট্যান্ট গভর্নর, রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশ

ও চেয়ারম্যান, ক্লাব পিকনিক-২০২১-২২, চাঁদপুর রোটারী ক্লাব

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়