প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন দেশের বেশ কয়েকটি জেলার ন্যায় চাঁদপুর জেলার সদর উপজেলার নয়টি ইউনিয়নে গতকাল অনুষ্ঠিত হলো। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। তবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় কিছু কিছু কেন্দ্রে সমস্যা দেখা গেছে। যেমন বুথে আলোর স্বল্পতা এবং একটি রুমে গাদাগাদি করে একাধিক বুথ করায় ভোটগ্রহণে বেশ সমস্যা হয়েছে। কোথাও কোথাও ভোট দিতে গিয়ে ভোটারদের ব্যাপক অসুবিধার কথা শোনা গেছে। সরজমিনে ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নের আবু বকর ছিদ্দিকিয়া ফোরকানিয়া মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাদ্রাসাটির ছোট্ট একটি রুমে ৪টি বুথ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাদরাসাটির বারান্দার ন্যায় একটি রুমে মহিলা ৬৩৯ এবং পুরুষ ৭২৫ জন ভোটারের জন্যে ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৬ জন পোলিং এজেন্টকে নিয়ে ৪টি বুথ করা হয়েছে। এই কেন্দ্রের পাশে আরেকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রটি কোনো একটি দোকানের মধ্যে করা হয়েছে। স্থানীয় ভোটাররা এখানে কেন্দ্র করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ছবি ও প্রতিবেদন : আবু সাঈদ কাউসার।