বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে প্রাথমিকে শিখন ঘাটতি পূরণ ও পাঠ পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিখন ঘাটতি পূরণ ও পাঠ পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রান্ধুনীমুড়া ক্লাস্টারের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, রান্ধুনীমুড়া ও পৌরসভা ক্লাস্টারের কর্মকর্তা একেএম মিজানুর রহমানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। একই সময়ে একই দুজন শিক্ষককে অবসরজনিত সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (রান্ধুনীমুড়া ক্লাস্টার) মোহাম্মদ শাহজাহানের সভাপ্রধানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি একেএম মিজানুর রহমান। বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী, মোঃ আফতাবুল ইসলাম, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন ও সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

বড়কুল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা শারমিন, নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক চন্দ্র দত্ত, সহকারী শিক্ষক মোঃ শহীদ উল্যাহ্ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক হ্যাপী রাণী সাহা। এ সময় ক্লাস্টারের অন্তর্ভুক্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রান্ধুনীমুড়া ক্লাস্টারের শমেসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রুশদী ও রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি রেখা দেবনাথকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়