প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬নং মৈশাদী ইউনিয়নের প্রার্থী আজহারুল ইসলাম (স্বপন)-এর হাতপাখা প্রতীকের সমর্থনে এক পথসভা মৈশাদী বাজারে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদীন ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলায় দেশের সর্ববৃহৎ পরিসরের নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী মাঠে সকল ভোটারের আশঙ্কা, ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবে কিনা।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে প্রার্থী দিয়েছে। জনগণের ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, খোলা মাঠে গোল দিবে তার সমুচিত জবাব দেয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেক ইউনিয়নে হাতপাখা প্রতীকে প্রার্থী দিয়েছে। যদিও ক্ষমতাসীন দলের প্রার্থীর লোক দ্বারা আমাদের অনেক নেতা-কর্মী এবং প্রার্থী হয়রানি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। আলহামদুলিল্লাহ তারপরেও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা মাঠ ছাড়েনি এবং নির্বাচনের দিন পর্যন্ত তারা মাঠে থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদেরকে আমরা সাদরে গ্রহণ করবো। কিন্তু অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কেউ নির্বাচিত হওয়ার চেষ্টা করলে তা কখনোই মেনে নেয়া হবে না।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মোঃ হানিফ, জেলা অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মশাররফ হোসেন, সদর উপজেলা সভাপতি ডাঃ বেলাল হোসাইন, জেলা শুরা সদস্য হাফেজ শাহাদাত প্রধানিয়া, মোহাম্মদ আবুল হাসানাত, নাসির উদ্দিন খান, মাওলানা আখতার হোসাইন ও স্থানীয় নেতৃবৃন্দ।