প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো প্রেরণা সামাজিক সংঘ
ফরিদগঞ্জে প্রেরণা সামাজিক সংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৮ জুন মঙ্গলবার বিকেলে ফকির বাজার আইডিয়াল একাডেমির হলরুমে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাহাদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সহকারী কর কমিশনার (৪১তম বিসিএস ক্যাডার) কাজী আসলাম হোসেন, সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আমিন ভূঁইয়া, ব্যাংকার আনোয়ার হোসেন ও প্রেরণা সামাজিক সংঘের কার্যকরী পরিষদের সদস্য ইউপি সদস্য আল-আমীন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন প্রেরণা সামাজিক সংঘের আহ্বায়ক এবং লক্ষ্মীপুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা সামাজিক সংঘের সদস্য সচিব রবিন হাছান ফরহাদ।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।