সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০

হাইমচরে ব্যবসায়ীদের অর্থদণ্ড

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচরে ব্যবসায়ীদের অর্থদণ্ড

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাইমচরে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা। এ সময় মালামালের মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (১৮ মার্চ) দুপুরে আলগী বাজার মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বাজারের ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

উপস্থিত ছিলেন হাইমচর থানার এএসআই মোঃ সুমন, উপজেলা প্রেসক্লাব, হাইমচরের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের ও পুলিশের সদস্যগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়