প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিজয়ীর বসন্ত উৎসব পালন
শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু। গাঁদা ফুলের রঙেই সেজেছে তরুণীরা। পরেছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুঁজেছে ফুল, মাথায় টায়রা আর হাতে পরেছে কাচের চুড়ি। এভাবে বসন্ত বরণ উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজড নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।
খানস ধাবায় লাল হলুদ শাড়ি আর মাথায় ফুল দিয়ে বিজয়ী-এর সদস্য নারী উদ্যোক্তাগণ বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন। বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এক সাক্ষাৎকারে বলেন, পহেলা ফাল্গুন, জীবনকে রাঙিয়ে দেয়ার দিন। বসন্ত মানেই কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সববয়সী মানুষ ঘরের বাইরে। চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিল এবং স্মৃতিময় হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ।