মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মাসুদ রানা নারায়ণপুর পপুলার বালিকা উবির সভাপতি নির্বাচিত

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
মাসুদ রানা নারায়ণপুর পপুলার বালিকা উবির সভাপতি নির্বাচিত

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাসুদ রানা।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে মাসুদ রানাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চৈতন্য পাল। এর পূর্বে নির্বাচিত সদস্যদের মতামতের জন্যে মাসুদ রানার নাম সভাপতি পদে প্রস্তাব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ওয়াসিউদ্দিন ও সমর্থন করেন অভিভাবক সদস্য নজরুল ইসলাম। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মাসুদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, অভিভাবক সদস্য রোকন মিয়াজী, কাউছার প্রধান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাজিয়া সুলতানা, শিক্ষক প্রতিনিধি ইকবাল হোসেন, মনির হোসেন ও সংরক্ষিত শিক্ষক মহিলা সদস্য ফারজানা ইসলাম। নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ।

উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, খর্গপুর ফাযিল মাদ্রাসার সহ-সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য রুবেল পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়