বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

জিএম আবদুল কাদির ॥
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলাধীন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ১৯ ডিসেম্বর বিকেল ৫টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে বিজয়ী অভিভাবক সদস্যদের নাম প্রকাশ করা হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জন এবং মহিলা সদস্য পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আর কোনো প্রার্থী না থাকায় তাদের পাঁচজনকেই নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন প্রার্থী নির্বাচিত হন। নামের অদ্যাক্ষর অনুযায়ী দাতা সদস্য হুমায়ুন কবির প্রধানিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ মোস্তফা গাজী, মোঃ সেলিম ও মহিলা সদস্য পদে শারমিন আক্তার রুমি, সাধারণ শিক্ষক প্রতিনিধি কাজী মোঃ সহিদুল্লাহ, কামাল হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মাহবুবা আক্তার, পদাধিকার বলে সদস্য সচিব পদে প্রধান শিক্ষক ছাখাওয়াত উল্লাহ। আগামী ৭ দিনের মধ্য অভিভাবক সদস্যদের সম্মতিক্রমে সভাপতি নির্ধারণ করা হবে বলে জানা যায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস। তিনি ঐদিন বিকেল ৪টায় তার কার্যালয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়