প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
অত্যন্ত আনন্দঘন পরিবেশে সাংগঠনিক আলোচনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের কদমতলায় স্কাউট ভবনে এ সভা হয়।
চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব পার্থ গোপাল দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি রনজিত রায় চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ ও জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন সরকার।
এ সময় সংগঠনকে গতিশীল করতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার, জয় চন্দ্র নাগ, সদস্য বিশ্বজিৎ চন্দ্র দাস, চন্দন শীল, শ্যামল মজুমদার, মিঠুন চন্দ্রসহ অন্যরা।
সভায় বক্তারা যুব ঐক্য পরিষদকে চাঁদপুরে শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা দেন এবং তা দ্রুত বাস্তবায়ন করতে আহ্বান জানান।