সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির বিশেষ ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে নদীর এ পাড়ের তিন ওয়ার্ডের জেলেদের মাঝে দুই মাসের চাল একত্রে দেয়া হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ কাশেম খানের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইউনিয়নের নিবন্ধিত জেলে ১৯১২ জন ৮০ কেজি করে ২ মাসের চাল পেয়েছেন। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ মোবারক হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন, মেম্বার সিরাজ দিদার, মোঃ সেলিম বেপারী, মোঃ সফিক আখন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নয়ন মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সচিব আনোয়ার হোসেন জানান, মেঘনা নদীবেষ্টিত দুই পাড় নিয়ে ইব্রাহিমপুর ইউনিয়ন। বৃহস্পতিবার এপাড়ের জেলে চাল দেয়া হয়েছে। শুক্র-শনিবারের মধ্যে নদীর ওইপাড়ে চরফতেজংপুরে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সেখানকার জেলেদের মাঝে চেয়ারম্যান মহোদয় উপস্থিত থেকে চাল বিতরণ করবেন।

উল্লেখ্য, এবারের জাটকা মওসুম শুরুর এক মাস আগে থেকেই সরকার জাতীয় মৎস্য সম্পদ ইলিশ রক্ষায় জেলে চাল বরাদ্দ দিয়েছেন। যাতে নিষেধাজ্ঞার সময়ে জেলেরা নদীতে না যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়