বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ০০:০০

হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ২ জেলে আটক
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

মা ইলিশ রক্ষায় হাইমচর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ২ জেলে, ৩টি নৌকা, সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। ১৫ অক্টোবর শনিবার বিকেল থেকে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

আটককৃত জেলেরা হলেন : চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের সাদ্দাম হাওলাদার ও সাকিবুল ইসলাম। এদের মধ্যে একজনের অপ্রাপ্ত বয়স্ক হওয়াতে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং অপরজনকে ৩ মাসের সাজা প্রদান করেন নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। আটক নিষিদ্ধ জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রশীদ, বাংলাদেশ কোস্টগার্ডের হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক, সিসি পেটি অফিসার এম নাসির উদ্দিনসহ আনসার ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, মা ইলিশ ধরা বন্ধের প্রথম প্রহর থেকেই প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে। জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষা করতে হবে। মা ইলিশ রক্ষার বিষয়ে কোনো ধরনের বিবেচনা বা ছাড় দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেয়া হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। এ ব্যাপারে সকলের সহযোগিতা করতে হবে। অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়