বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০২

শ্রীনগরে হাইওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেপ্তার ২

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে হাইওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ধলেশ্বরী টোল প্লাজায় বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিনসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। এ সময় ভ্যানচালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ধলেশ্বরী টোল প্লাজার কাছে অভিযান চালানো হয়। অভিযানে বরিশাল মেট্রো-১১০১৮১ নম্বরের একটি কাভার্ড ভ্যান থেকে ১৩ বস্তা (মোট ৯০০ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

আটককৃতরা হলেন—ঝালকাঠি জেলার কাভার্ড ভ্যানচালক মোহসিন এবং পিরোজপুর জেলার তার সহযোগী মো. কাইউম।

পুলিশের বক্তব্য

ওসি আঃ কাদের জিলানী বলেন, "নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাণিজ্য দেশের পরিবেশ ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

নিষিদ্ধ পলিথিনের চালান কোথায় যাচ্ছিল?

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলিথিনের এই চালানটি ঢাকা থেকে গোপালগঞ্জ ও খুলনাগামী ছিল। তবে এটি কোথায় সরবরাহ করা হচ্ছিল, তা নিয়ে আরও তদন্ত চলছে।

পরিবেশের জন্য হুমকি নিষিদ্ধ পলিথিন

সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশজুড়ে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও ব্যবসা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরও অসাধু ব্যবসায়ীরা গোপনে পলিথিনের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়