প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ০০:০০
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন ফরিদগঞ্জ থিয়েটারের তিনদিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। ৯ এপ্রিল বিকেলে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দের সাথে ফরিদগঞ্জ থিয়েটারের সদস্যদের মতবিনিময় সভা শেষে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু।
১৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু। প্রশিক্ষণে নাট্টতত্ত্ব লোক সংস্কৃতির নানা বিষয় প্রশিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থিয়েটারের পরিচালক ফরিদ আহমেদ রিপন। তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সাংস্কৃতিক ধারা তৈরি করার আহ্বান জানিয়ে তা অন্তরে ধারণ করে দেশীয় সংস্কৃতিমুখী হওয়ার আহ্বান জানান।
অংশগ্রহণকারীদের নিয়ে প্রশিক্ষণের ২য় দিন ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন প্রশিক্ষক ও ফরিদগঞ্জ থিয়েটারের নেতৃবৃন্দ। এসব স্থান পরিদর্শনের পর বিষয়ভিত্তিক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ফরিদ আহমেদ রিপন, সদস্য শামীম হাসান, তানজিল ইসলাম আলো, জুবায়ের আলম জিসান, মোঃ শাকিব হোসেন, আজহারুল ইসলাম, সানজিদা নবী আদ্রিতা, জান্নাতুল মাওয়া রাখি। তানজিল ইসলাম আলো, শাহারিয়ার নবী আবরার আবরার, জাবের আলম ইশান, মাহাবুব হোসেন, ওসমান গনি, তাহসিন মিলন, রেদোয়ান হোসেন, আল-আমিন ও সাবিহা জাহান দিহা।