প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর ব্যবসায়ী ফোরামের পরিবারের সন্তানরা এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় সংগঠনের উদ্যোগে তাদের সংর্বধনা প্রদান করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবুল বারাকাত আসিফ।
সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইউনুছ শোয়েব, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম। এছাড়াও চাঁদপুর ব্যবসায়ী ফোরামের কার্যকরী পরিষদের সকল সদস্য বক্তব্য রাখেন।
এইচএসসি পরীক্ষা-২০২১-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় শিক্ষার্থী সাদিয়া নওশিন স্নিগ্ধা, সাইফ আল মাকতুব, মোঃ আল-আমিন ও সামস্ আলমকে সংবর্ধিত করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।