বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

সনাক-চাঁদপুরের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন

সনাক-চাঁদপুরের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন
অনলাইন ডেস্ক

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন : টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সেবার মানোন্নয়নে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসকেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপ গঠন বিষয়ক সভা ২৩ নভেম্বর চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় ১১ সদস্য বিশিষ্ট গ্রুপের আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাকের সাবেক সভাপতি ও প্যাক্টা পাইলটিং বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উজ্জ্বল হোসাইনকে সমন্বয়কারী এবং অভিজিত রায় ও ফাতেমা আক্তার শিমুকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : মোঃ রবিউল আউয়াল, তারেক হাসান মিয়াজী, রাকিব হোসেন, প্রীতম কুমার ভৌমিক, মোঃ রাসেল গাজী, মোঃ মোবারক হোসেন, মোঃ জাহিদ উল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম আকাশ।

এ সময় উপস্থিত ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, সনাকের সহ-সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ও সবিতা বিশ্বাস, সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এবিএম নজরুল আমিন, সনাক সদস্য হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানাসহ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা, সহ-দলনেতা ও সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়