সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে ১১ মামলায় ১১ হাজার ৮শ’ টাকা জরিমানা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চলমান লকডাউনকে কার্যকর করতে এবং লোকজনকে সচেতন করার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ৫ জুলাই সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১১টি মামলায় মোট ১১ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলী হরির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার গাজীপুর, চান্দ্রা, বালিথুবা বাজার ও শোশাইচর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরা, চলমান লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে দোকানপাট খোলা রাখায় মোট ৭টি মামলায় ৬ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, কালিরবাজার চৌরাস্তা, কালিরবাজার, বেড়ি বাজার ও বেপারী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরা, চলমান লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে দোকানপাট খোলা রাখায় মোট ৪টি মামলায় ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, করোনা ভাইরাসের প্রকোপ থেকে জনগণকে রক্ষা করতে সরকার বাধ্য হয়ে সর্বাত্মক লকডাউন দিয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে জনগণকে বুঝানোর চেষ্টা অব্যাহত রেখেছি। তারপরও যারা লকডাউনের বিধিনিষেধ মানছেন না তাদের জরিমানা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়