সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০

পৌর সচিব আবুল কালাম ভূঞা চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক নির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা, সাধারণ সম্পাদক আবদুর সাত্তারসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত এবং করোনাকালীন সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় চট্টগ্রাম বিভাগের পূর্বতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে ২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ভার্চুয়াল সভায় অংশগ্রহণকৃত সকলের স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে সদ্য বিলুপ্ত পৌরসভা অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঞাকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক চৌমুহনী পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব মোজাম্মল হককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। নির্বাচিত ২ জনকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা যায়। মোঃ আবুল কালাম ভূঞা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিগত দিনে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের জন্যে যারা কাজ করেছেন, তাদেরকে মূল্যায়নের মাধ্যমেই নতুন কমিটি গঠন করা হবে। তিনি ন্যায় ও সততার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সকল নেতা-কর্মীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়