প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
হাজীগঞ্জ ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথকভাবে ভিন্ন ভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০টি মামলা সম্পন্ন করেছেন। রোববার পরিচালিত এই সকল মামলায় মোট ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন। উভয় ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার পুলিশসহ বিজিবির একটি টিম। লকডাউনসহ স্বাস্থ্যবিধি না মানার কারণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার জন্যে সারাদিন উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার উপজেলার বাকিলাবাজার, রামচন্দ্রপুর বাজার ও রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি লকডাউনের বিধিনিষেধ অমান্য করার দায়ে ৯ মামলায় ৯ জনকে নগদ মোট ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
অপরদিকে একই দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর বাজার, আলীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানাসহ মাস্ক পরিধান না করায় তিনি ১১ মামলায় ১১ জনকে নগদ মোট ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে চাঁদপুর কণ্ঠকে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।